নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ আগস্ট) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দর কমেছে তারচেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯.৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.৫২ পয়েন্টে ও দুই হাজার ১৪১.৬১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির বা ২৭.৪৪ শতাংশের, দর কমেছে ৬৭টির বা ২১.১৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির বা ৫১.৪২ শতাংশের দর।
এদিন ডিএসইতে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪০ লাখ টাকার।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৮.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩.১৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১১.০৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.৮২ পয়েন্ট এবং সিএসআই ০.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৯.৪৪ পয়েন্টে, একহাজার ৩০৮.৪৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০.৫৬ পয়েন্টে এবং একহাজার ১৭৫.১২ পয়েন্টে।
সিএসইতে আজ ১৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪০টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি। সিএসইতে আজ ১৮ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।