
পটুয়াখালী প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।
বাতাসের চাপ কিছুটা বেড়েছ। নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরেছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।
শনিবার (১৯ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পাবে।