নিজস্ব প্রতিবেদক : পোশাকশিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বিশ্বের বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরা তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে দেখা করেছেন। বুধবার (২৩ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এসময় তারা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা এবং কীভাবে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো যায়- সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী বিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের শিল্পের সক্ষমতা বিকাশের জন্য শিল্প ও বিজিএমইএ প্রধান অগ্রাধিকারগুলো অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, ইনডিটেক্স, পিভিএইচ, এল কোতে ইঙ্গলস, কনতুর এবং ভিএফ করপোরেশনসহ আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের দেশীয় প্রতিনিধিরা।