নিজস্ব প্রতিবেদক : আগের কার্যদিবস পতন হলেও বুধবার (৩০ আগস্ট) সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তারচেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৩.১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭১.৪৮ পয়েন্টে ও দুই হাজার ১৩৯.৫৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির বা ২৪.০৯ শতাংশের, দর কমেছে ৭৪টির বা ২৪.৪২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির বা ৫১.৪৯ শতাংশের দর।
এদিন ডিএসইতে ৪১৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২১ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৪.৯০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৫.৯১ পয়েন্ট এবং সিএসআই ০.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২৮.৩৯ পয়েন্টে এবং একহাজার ১৭৫ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.৮৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৮.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩০৭.৩০ পয়েন্টে ও ১৩ হাজার ৩৭২.৭৪ পয়েন্টে।
সিএসইতে আজ ১৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩৬টির আর দর অপরিবর্তিত রয়েছে ৬১টি। সিএসইতে আজ ১৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।