শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেনে পতন

নিজস্ব প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৪ আগস্ট) সূচকের পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। আজ শেয়ার ও ইউনিটর দর বাড়ার চেয়ে প্রায় ৮ গুণ কোম্পানির দর কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৭.১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে একহাজার ৩৫৭.৯৫ পয়েন্টে এবং দুইহাজার ১২৪.৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির বা ৪.৮৭ শতাংশের। এছাড়া দর কমেছে ১৪৮টির বা ৩৭.৯৫ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২২৩টির বা ৫৭.১৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩.৩৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ৩৯.৪৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৩.৮৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩২.৭৪ পয়েন্ট এবং সিএসআই ৩.১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০৬১.১৩ পয়েন্টে, এক হাজার ৩০২.৮৩ পয়েন্টে, ১৩ হাজার ২৯৪.২৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৩.২৭ পয়েন্টে।

সিএসইতে আজ ১৫১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮টির, কমেছে ৭৯টির এবং ৫৪টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরিটার্ন দাখিল যেকোনো সময়
পরবর্তী নিবন্ধশোক দিবস উপলক্ষে সোনালী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচী