সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহিদদের স্মরণে ও শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে যথাযথ সম্মান এবং ভাবগাম্ভীর্যপূর্ণভাবে সাউথইস্ট ব্যাংক মাসব্যাপী চলমান শোক পালন কর্মসূচির আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ‘জাতীয় শোক দিবস ২০২৩’ উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সভার সভাপতি এবং সভায় অংশগ্রহণকারী সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থতি ছলিনে। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের সকল শাখা ও উপশাখার প্রধানগণ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উক্ত শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় শোক দিবস উপলক্ষ্যে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং নিষ্পাপ শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল শহিদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার কর্মসূচি সমাপ্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্ররাও উন্নত জীবনের অধিকারী হবেন: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধএশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন সিইও শরিফুল ইসলাম