ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি করপোরেট শাখার গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ওবায়দুল্লাহ হামযাহ প্রধান অতিথি এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখাপ্রধান মো. মাহবুব-এ আলম। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়া সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লোকাল অফিস করপোরেট শাখাপ্রধান মো. জাকির হোসেন। ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি করপোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও বিশিষ্ট গ্রাহকেরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধদুই শতাধিক নগদ ডিস্ট্রিবিউটরকে ওমরাহ করাবেন তানভীর
পরবর্তী নিবন্ধএপিএ চুক্তি বাস্তবায়নে আবারও সোনালী ব্যাংক প্রথম