দেশীয় পণ্য দিয়েই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: আইইবি

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে সর্বস্তরে দেশীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশে তৈরি পণ্য দিয়েই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশীয় পণ্যে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।

গত শনিবার (৯ সেপ্টেম্বর, ২০২৩) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেড কোয়ার্টার্স পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) যন্ত্রকৌশল বিভাগের প্রকৌশলীরা।

আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শাহাদাত হোসাইন শিবলুর নেতৃত্বে ওয়ালটন হেড কোয়ার্টার্সে আয়োজিত ‘টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং’ অনুষ্ঠানে অংশ নেন আইইবি’র প্রায় অর্ধশত প্রকৌশলী। তাদের মধ্যে ছিলেন প্রকৌশলী তাজুল ইসলাম তুহিন, আবুল কালাম হাজারী, মাসুদ রানা, নাসির উদ্দীন ও কামরুজ্জামান প্রমুখ।

অতিথিরা ওয়ালটন হেড কোয়ার্টার্সে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইউসুফ আলীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ালটনের এইচভিএসি অ্যান্ড লাইট কমার্সিয়াল সেকশনের ইনচার্জ খন্দকার শাহরিয়ার মোর্শেদ।

ওয়ালটনের লিফট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের সামনে আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের প্রকৌশলীরা

হেড কোয়ার্টার্সে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এর পর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ মেটাল কাস্টিং, কম্প্রেসর, রেফ্রিজটারেটর, এয়ার কন্ডিশনার, লিফট, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী আহসান বিন বাশার বলেন, দেশীয় পণ্যের প্রতি মানুষের উৎসাহ জাগাতে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রতিটি দেশীয় ইন্ডাস্ট্রির উচিত দেশীয় পণ্য কেনার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধিতে কাজ করা। ওয়ালটনের আজকের টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং ইভেন্ট তারই অংশ। এরকম আয়োজন দেশীয় পণ্যের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি করে। ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্ট দেখে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, ওয়ালটন আরও বহুদূর এগিয়ে যাবে।

টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং ইভেন্ট আয়োজনের জন্য ওয়ালটন হাই-টেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আইইবি’র নেতারা।

আইইবি’র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—আইইবি‘র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, আইইবি’র এইচএজিএস আবুল কালাম হাজারী, আইইবি’র ঢাকা সেন্টারের সম্পাদক প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৪০৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ