বৃহস্পতি থেকে শনিবার পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ

নিউজ ডেস্ক : আইটি অবকাঠামো উন্নয়ন অর্থাৎ সফটওয়্যারে আপগ্রেডেশনের কাজ সম্পন্ন করতে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে পূবালী ব্যাংক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বন্ধ রাখার বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।

বার্তায় জানানো হয়, আইটি অবকাঠামো উন্নয়নজনিত কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে ৩০ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের শুল্কে আটকা ৮০০ মিলিয়ন ডলারের বাণিজ্য
পরবর্তী নিবন্ধট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী