বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চুক্তি সই

প্রেস বিজ্ঞপ্তি : ইতালীতে বসবাসরত প্রবাসীরা ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে কোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই খুব সহজেই।

সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল’র মধ্যে এ বিষয়ক চুক্তি সই হয়েছে।

রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী চুক্তিতে সই করেন।

এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কেএম আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. রাশেদ রহমানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্যায়ের যথাযথ শাস্তি পাবেন এডিসি হারুন: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরমনা বিভাগ থেকে এডিসি হারুন প্রত্যাহার