ব্যাংক কর্মকর্তারা অবসরের পর হতে পারবেন পরিচালক

নিউজ ডেস্ক : ব্যাংক কর্মকর্তারা অবসর গ্রহণের পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন। তবে অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অপেক্ষা করতে হবে। এরপরই তারা পরিচালক হতে পারবেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

আগের নির্দেশনায় বলা হয়েছিল নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

পূর্ববর্তী নিবন্ধজেনিথ লাইফের বীমার আওতায় ইষ্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধস্টার্টআপ উদ্যোক্তাদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতবিনিময়