মার্কেন্টাইল ব্যাংকে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শিত

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমের হাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর দেওয়া চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের পোস্টার তুলে দেন।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ মো. আব্দুল হান্নান, আলহাজ মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, কোম্পানি সেক্রেটারি ও মানব সম্পদ বিভাগের প্রধান আবু আসগার জি. হারুনী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক প্রবেশ সহজ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পরবর্তী নিবন্ধবগুড়ায় সিটি ব্যাংকের উদ্যোগে বীজ বিতরণ