হিলিতে বেড়েছে আলুর দাম

হিলি প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে আলুর দাম। কেজি প্রতি প্রকারভেদে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাটিলাল আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮ টাকায় এবং গুটি আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে। আলুর সরবরাহ কমের কারণে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।

হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে কাঁচামরিচ ও পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কাঁচামরিচ কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০ টাকায় এবং পেঁয়াজ দুই টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা লুৎফর রহমান বলেন, এক সপ্তাহের ব্যবধানে হিলির বাজারে বেড়েছে আলুর দাম। আলু প্রতি দিন আমাদের খাবারের মেনুতে রাখতেই হয়। যার ফলে আলুর প্রয়োজন বেশি। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা আলুর বাজারে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে দিয়েছে। যার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের। আলুর দাম বেশি হওয়ার কারণে এক কেজি আলু কিনলাম।

হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, দেশের বাজারে আলুর সরবরাহ কমার কারণে মোকামগুলোতে বেড়েছে আলুর চাহিদা। যার ফলে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। বর্তমানে কাটিলাল আলু ৩৭ থেকে ৩৮ টাকায় এবং গুটি আলু ৪৬ থেকে ৪৮ টাকা দরে বিক্রি করছি।

তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে। তবে কাঁচামরিচ ও পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কাঁচামরিচ কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০ টাকায় এবং পেঁয়াজ দুই টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্থানীয় সরকার দিবস : গণভবনে জনপ্রতিনিধিরা
পরবর্তী নিবন্ধকৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে