ওয়ালটনের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া দেখে মুগ্ধ সিরামিক গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা


নিজস্ব প্রতিবেদক :দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হেড কোয়ার্টার্স পরিদর্শন করেছে কাঁচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউটের (আইজিসিআরটি) আট সদস্যের প্রতিনিধিদল। তারা ওয়ালটনের বিভিন্ন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তির উৎপাদন প্ল্যান্টস দেখে অভিভূত হয়েছেন।

ওয়ালটন হেড কোয়ার্টার্স পরিদর্শনে আসে আইজিসিআরটির প্রতিনিধিদল। উদ্দেশ্য—ওয়ালটনের আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন। এর মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব গবেষণা, উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করা।

আইজিসিআরটির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান ভুঁঞার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও) ড. শিরীন আক্তার জাহান, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (এসএসও) সাবরিনা মোস্তফা, এসএসও লুৎফর রহমান, সায়েন্টিফিক অফিসার (এসও) ফরিদ আহমেদ, আশরাফুল আলম, বৃষ্টি বিশ্বাস এবং রতন কুমার বিশ্বাস প্রমুখ।

অতিথিরা ওয়ালটন হেড কোয়ার্টার্সে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

হেড কোয়ার্টার্স প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এর পর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজটারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ইত্যাদি পণ্যের প্রোডাকশন প্ল্যান্টস এবং ফ্রিজের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরএন্ডআই) সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করে মুগ্ধতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধটানা ১০ মাস কমেছে ভারতের রপ্তানি আয়
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ব্যাংক হিসাব বাড়লেও কমেছে আমানত