গ্লোবাল ইসলামী ব্যাংক চালু করল ‘গোফাস্ট’ মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং

সংবাদ বিজ্ঞপ্তি : গ্লোবাল ইসলামী ব্যাংকের সেবায় সংযুক্ত হলো ‘গোফাস্ট’ মোবাইল ব্যাংকিং অ্যাপ ও গোফাস্ট ইন্টারনেট ব্যাংকিং সেবা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাংকিং সেবাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

নতুন এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ব্যালেন্স অনুসন্ধান, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জসহ সব ধরনের বিল পরিশোধ করতে পারবেন। নতুন নতুন ফিচার-সমৃদ্ধ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। তাছাড়া, গোফাস্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে বাড়িতে বসে বা বিদেশে অবস্থান করেও গ্লোবাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক যশোর জোনে শরিয়া সচেতনতা সভা
পরবর্তী নিবন্ধশেখ রাসেল দিবসে ১০ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী