পূবালী ব্যাংকের ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : পূবালী ব্যাংক পিএলসি আইসিটি অপারেশন ডিভিশন এর উদ্যোগে সম্প্রতি ‘ইনফরমেশন সিকিউরিটি অ্যায়ারনেস’ বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। পরে তিনি পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান এবং সিটিও ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

আইসিটি অপারেশন ডিভিশন এর মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন তথ্য নিরাপত্তা সচেতনতা মাস সম্পর্কে বক্তব্য প্রদান করেন। আইসিটি অপারেশন ডিভিশন এর এসপিও মোহাম্মদ আরিফ ফেরদৌস ওয়ার্কশপে এতে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুতুপালং আউটলেট
পরবর্তী নিবন্ধউজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক