
নিউজ ডেস্ক : ২৬ অক্টোবর ২০২৩ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর কুতুপালং বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ মছউদুর রহমান, কক্সবাজার শাখার ম্যানেজার জনাব মো. আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।