শেয়ারবাজারে লেনদেন ৪শ কোটি টাকার নিচে

নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (৫ অক্টোবর) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬২টি কোম্পানির। দরপতন হয়েছে ৮১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ১১ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক শূন্য দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত আছে ৫২টির। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৬১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রীণ বন্ডের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে : শিবলী
পরবর্তী নিবন্ধরূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর