সোনা মসজিদ বন্দর দিয়ে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচদিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজা উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে স্বাভাবিক হবে পণ্য আমদানি রপ্তানি।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, পূজায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় পড়ে আছে দেশের বাইরে
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার দোয়া, শনিবার রাষ্ট্রীয় শোক