সোনালী ব্যাংকে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সমাধি ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে তাঁর ৬০তম জম্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

১৮ অক্টোবর, বুধবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। পুস্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ব্যাংকের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল দিবস উদযাপন করেছে জনতা ব্যাংক
পরবর্তী নিবন্ধউত্থানে ফিরেছে বিমা খাত