হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি : ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আজ মঙ্গলবার ভারতের ব্যবসায়ীরা এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু করেছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোনো দিবস উপলক্ষে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার বন্ধ থাকে না। স্বাভাবিক আছে যাত্রী পারাপার।

পূর্ববর্তী নিবন্ধসূচক কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
পরবর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: ব্যবসায়ীদের রাষ্ট্রপতি