দিনাজপুর প্রতিনিধি : হিলিতে ব্রিটিশ আমলে নির্মিত স্টেশনে আন্তঃনগর ট্রেনসহ সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে অনশন করছেন সর্বস্তরের জনগণ। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এর আগে গত মাসের ১০ তারিখে রেলপথ অবরোধ করে মানববন্ধন করা হলে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। দাবি না মানায় আজ আবারও আন্দোলনে নামেন স্থানীয়রা।
হাকিমপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, গত মাসের ১০ তারিখে আমরা রেললাইন অবরোধ করে রেখেছিলাম। রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেই। কিন্তু আমাদের দাবি তারা পূরন করেননি। তাই আজ আমরা আবারও রেললাইন অবরোধ করেছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখবো।
হিলি রেলস্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, এই স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন আধুনিকায়নের দাবিতে হিলি নাগরিক কমিটি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা মানববন্ধন করে রেললাইন অবরোধ করে রেখেছে। এই কারণে সকাল সাড়ে ১০টা থেকে খুলনাগামী রকেট ট্রেন দাঁড়িয়ে আছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।