জেনিথ ইসলামী লাইফের বীমার আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জেনিথ ইসলামী লাইফের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা ভোগ করতে পারবেন।

বীমা চুক্তি পত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর রাশেদা আখতার, পিএইচডি এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার (এক্টিং) মো. মুসানুল কবির, ডেপুটি কম্পট্রোলার মো. বশির আলম এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মুন্সী মো. আব্দুল খালেক ও ডিভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

পূর্ববর্তী নিবন্ধকর্মকর্তাদের জন্য ব্যাংক এশিয়ার হাই পারফরমেন্স টিম বিল্ডিং প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ