অর্থঋণ আদালতে চলমান মামলা সময়মতো নিষ্পত্তির নির্দেশ

নিউজ ডেস্ক : অর্থঋণ আদালতে চলমান মামলাসমূহ যথাসময়ে নিষ্পত্তির ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকে জানিয়েছে, অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর মাধ্যমে অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত গঠিত হয়েছে। সময়াবদ্ধ কার্যপদ্ধতি অনুযায়ী মামলাসমূহ নিষ্পত্তির আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন অর্থঋণ মামলার রায় ও আদেশ পর্যালোচনায় দেখা গেছে, অর্থঋণ মামলাসমূহ নিষ্পত্তিতে প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক বেশি সময় ব্যয় হচ্ছে। এর ফলে আমানতকারী ও তফসিলি ব্যাংক উভয়ের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার পেছনে মামলায় সব পক্ষ বিশেষ করে বাদীপক্ষ ব্যাংকের সুদক্ষভাবে মামলা পরিচালনায় অনেক অবহেলা পরিলক্ষিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

এ পরিপ্রেক্ষিতে নির্দেশনায় অর্থঋণ আদালতে বিচারাধীন মামলাসমূহ যথাসময়ে সুদক্ষভাবে নিষ্পত্তির লক্ষ্যে মামলাসমূহের ধার্য তারিখে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ প্রস্তুতি সহকারে মামলা পরিচালনার জন্য বলা হয় ব্যাংকগুলোকে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচন ৭ জানুয়ারি
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার শুভ উদ্বোধন