নিউজ ডেস্ক : দেশের ডলার বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইচ্ছেমতো দর-দাম করে বিক্রি চলছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। তবে, তাদের নির্দেশনা পালন করছে না অনেক ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউজ। এবার অস্থির ডলার বাজার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দারস্থ হয়েছে এবিবি-বাফেদা। সংগঠন দুটিকেও আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সংগঠন দুটির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ২১ টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী।
বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন বলেন, বৈদেশিক মুদ্রা সংকট চলছে দেশে। এ অবস্থায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এই সমস্যা সমাধানে একত্রে কাজ করতে চাই। আমাদের সর্বশেষ নির্দেশনা ছিল কোন ব্যাংক চাইলে ১১৬ টাকা পর্যন্ত রেমিট্যান্স কিনতে পারবে এবং ১১১ টাকার বেশি দামে বিক্রি করতে পারবে না। অনেকেই নির্দেশনা ভঙ্গ করেছেন। আমরা তাদেরও বলেছি। আমরা একত্রে বাজারটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবো।
আমদানিকারকেরা নির্ধারিত দামের ডলার পাচ্ছে না এমন প্রশ্নের উত্তরে এবিবির চেয়ারম্যান বলেন, সব বিষয়ে লাইন বাই লাইন লিখিতভাবে নির্দেশনা দেওয়া যায় না। কোন আমদানিকারকের এরকম অভিযোগ থাকলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসে জানাতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মেজবাউল হক বলেন, এবিবি-বাফেদার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত ঠিকমতো বাস্তবায়নের জন্য সাহায্য চাইতে এসেছিলেন তারা। সর্বাত্মক সহযোগিতা করা হবে এটা জানানো হয়েছে। এবিবি-বাফেদার নির্দেশনার বাইরে কোনো ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউস ডলার কেনাবেচা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ নিয়ে আগের চেয়ে শক্তভাবে তদারকি করা হবে। প্রয়োজন হলে সর্বোচ্চ আড়াই শতাংশ অতিরিক্ত প্রণোদনা দিয়ে ডলার সংগ্রহ করা যাবে। কিন্তু এর বেশি কোন ভাবেই নয়। যদি কেউ বেশি দামে ডলার কিনেও থাকে তবুও ১১১ টাকাতেই বিক্রি করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
ডলার বাজারের অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে। বেধে দেওয়া দরে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। বিশেষ করে খোলাবাজারে ডলার বিক্রির অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। এ বাজারে ডলারের নিয়ন্ত্রণ কালোবাজারিদের দখলে।
বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলার ১২৭ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবুও ক্রেতারা চাহিদা মতো ডলার পাচ্ছেন না। কদিন ধরে ১২৪ টাকা পর্যন্ত ডলার লেনদেন হয়েছে।
মানি এক্সচেঞ্জারদের জন্য ডলারের কেনা দর ১১৩ টাকা ৭৫ পয়সা এবং বিক্রির দর ১১৫ টাকা ২৫ পয়সা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ রেটে কোনো মানি এক্সচেঞ্জে ডলার লেনদেন হয়নি।