তিন ব্যাংকের মুনাফা বেড়েছে

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) ও তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ৩টির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বুধবার (১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও যমুনা ব্যাংক।

এবি ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১১ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০২ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে। এদিকে চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫২ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৩ টাকা বা ৬ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৪৫ টাকায়।

ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২৩) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৯ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৩৫ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে। এদিকে চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৩৫ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৯১ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.২২ টাকায়।

যমুনা ব্যাংক: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২৩) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে। এদিকে চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.১০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.৭৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৩৬ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৫ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ শুরু
পরবর্তী নিবন্ধসিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে ১৫ শতাংশ