তেল-গ্যাস উত্তোলনে ১৫ দেশের সঙ্গে চুক্তির পরিকল্পনা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি এইটকে ব্যবহার করে তেল-গ্যাস উত্তোলনে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত ফাঁস হওয়া নথিতে উঠে আসে এ তথ্য।

এতে বলা হয়, জলবায়ু শীর্ষ সম্মেলনের কূটনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ২৭টি দেশের সঙ্গে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু বিষয়ক দূত সুলতান আল জাবের। আমিরাতের জাতীয় তেল-গ্যাস কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহীও তিনি।

বৈঠকে তেল-গ্যাস উত্তোলনে রাজি ১৫টি দেশের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা করেছেন তিনি। এরমধ্যে মোজাম্বিক, কানাডা ও অস্ট্রেলিয়ায় এলএনজির ক্ষেত্রগুলোতে কাজে লাগাতে চায় অ্যাডনক। বাড়াতে চায় নিজেদের তেল-গ্যাসের মজুদও।

অথচ, ২০ বছর আগে থেকেই তেল-গ্যাসের মতো প্রাকৃতিক শক্তি ব্যবহারে শূন্য নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ আমিরাত। যদিও এখনও প্রতিদিনই দেশটিতে জ্বলছে গ্যাস।

পূর্ববর্তী নিবন্ধইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালকে মাইক্রোবাস দিলো পূবালী ব্যাংক
পরবর্তী নিবন্ধকর্মকর্তাদের জন্য ব্যাংক এশিয়ার হাই পারফরমেন্স টিম বিল্ডিং প্রোগ্রাম