নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ এবং একটি কোম্পানির সভার সময় পরিবর্তন করা হয়েছে। আলোচিত সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানি তা প্রকাশ করবে।
সোমবার (১৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো-জেমিনি সি ফুড লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, ফু-ওয়াং সিরামিকস লিমিটেড, আমান কটন ফাইবার্স লিমিটেড ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড।
জেমিনি সি ফুড: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ১৩ নভেম্বরের পরিবর্তে আজ ১৪ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্ষদ সভার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
তমিজউদ্দিন টেক্সটাইল: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ৩০ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্ষদ সভার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ফু-ওয়াং সিরামিকস: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ১৪ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্ষদ সভার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। পর্ষদ সভায় প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সঙ্গে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
আমান কটন ফাইবার্স: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ১৩ নভেম্বরের পরিবর্তে আজ ১৪ নভেম্বর সকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্ষদ সভার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
মুন্নু অ্যাগ্রো: কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ ১৪ নভেম্বর বিকাল ৪টায় পরিবর্তে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্ষদ সভার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।