ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

নিউজ ডেস্ক : দেশের নদনদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ উপকূলের জেলেরা।

নিষেধাজ্ঞা শুরু হয়েছিল গত ১২অক্টোবর থেকে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে জানান, জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ মধ্যেরাত থেকেই সাগরে যেতে পারবেন জেলেরা। আশা করছি জেলেদের জালে ঝাঁকে ঝঁকে ইলিশ ধরা পড়বে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুরে মৌমিতা পরিবহনের বাসে আগুন
পরবর্তী নিবন্ধবিএফইউজের প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী