চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংকের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : শরীআহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল ও লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মো. আরফান আলী, প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ভিওসিডির প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার এবং বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ইনচার্জরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী উপস্থিত সকলকে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধএক্সিম ব্যাংকে ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত