যাত্রী চাপ বেড়েছে ট্রেনে, রয়েছে বিলম্বও

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ বাহন হিসেবে অবরোধের দ্বিতীয় দিনে বুধবার (১ নভেম্বর) ট্রেনে যাত্রী চাপ বেড়েছে। এদিন ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর রেল স্টেশন) থেকে একটি ট্রেনের যাত্রা বিলম্বও হয়েছে।

সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, মঙ্গলবারের (৩১ অক্টোবর) মতো রেল স্টেশনে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবরোধের প্রথম দিন সহিংসতার আতঙ্কে সকালে যে সংখ্যক যাত্রী রেল স্টেশনে ছিল, দ্বিতীয় দিন তার চেয়ে তিনগুণ যাত্রীর উপস্থিতি রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে। সাতটি প্লাটফর্মের মধ্যে অন্তত পাঁচটি প্লাটফর্মের প্রতিটি বিশ্রাম বেঞ্চে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সড়ক ফাঁকা থাকায় কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে পৌঁছেছেন। আবার কারো ট্রেন এখন পর্যন্ত লাইনেই দেওয়া হয়নি।

পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসা শিমুল রহমান ঢাকা পোস্টকে বলেন, হরতাল অবরোধে মানুষের মনে আতঙ্কে তৈরি করে। যেকোনো সময় সড়কে পুরে মরার মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু ট্রেন অনেকটা নিরাপদ বাহন। এখন পর্যন্ত হরতাল অবরোধে শুনিনি ট্রেনে কোনো দুর্ঘটনা ঘটেছে। আজ পুরো রেলপথেও আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি।

রেলের অনবোর্ড শিডিউল থেকে জানা গেছে, রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে প্রায় সব ট্রেনই যথাসময়ে ছেড়েছে।

রংপুর এক্সপ্রেস প্রসঙ্গে তিনি বলেন, ট্রেনটি ঢাকা পৌঁছেছে দেরিতে। তাই ট্রেনের ওয়াটারিং ও ওয়াশিংয়ের জন্য এক ঘণ্টা সময় প্রয়োজন হবে। এজন্য এক ঘণ্টা বিলম্বে ঢাকা ছাড়বে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজস্ব অর্থে লেনদেনের আলোচনা চলছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধউন্নত সেবা দিতে ইসলামী ব্যাংকের নতুন ক্যাম্পেইন