নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজারে বুধবার (৮ নভেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫ কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১০২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৫১৬ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৭ পয়েন্ট কমে ১১ হাজার ১১৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির।
দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।