সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে ১৫ শতাংশ

প্রেস বিজ্ঞপ্তি : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি সিটি ব্যাংক তাদের ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটি আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি নিট মুনাফা করেছে।

সোমবার (৩০ অক্টোবর) অনলাইনে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই ৯ মাসে ব্যাংকটির সম্মিলিত কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। গতবছর একই সময়ে এই মুনাফা ছিল ৩৩১ কোটি টাকা। এ কারণে সিটি ব্যাংকের সম্মিলিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯ পয়সা, যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ৭০ পয়সা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক তুলে ধরেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ, ডিএমডি ও চিফ রিস্ক অফিসার মেসবাউল আসীফ সিদ্দিকী, ডিএমডি ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার।

পূর্ববর্তী নিবন্ধতিন ব্যাংকের মুনাফা বেড়েছে
পরবর্তী নিবন্ধবিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ