বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড

নিউজ ডেস্ক : টানা দরপতন থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এই দাম বাড়ার তালিকায় নেতৃত্ব দিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড।

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে মিউচ্যুয়াল ফান্ডটি আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়েই মিউচ্যুয়ার ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থান দখল করেছে এই মিউচ্যুয়াল ফান্ডটি।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ৩৮ দশমিক ৪১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটের দাম সম্মিলিতভাবে বেড়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ২০ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৫ টাকা ৩০ পয়সা।

লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট বিক্রি করে দিয়েছেন। ফলে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

হঠাৎ এমন দাম বাড়া মিউচ্যুয়াল ফান্ডটি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ৮ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭ শতাংশ নগদ এবং ২০১৮ সালে সাড়ে ৮ শতংশ নগদ লভ্যাংশ পান ফান্ডটির বিনিয়োগকারীরা।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের ব্যবসায় ফান্ডটি শেয়ার প্রতি ৩১ পয়সা মুনাফা করেছে।

ফান্ডটির মোট ইউনিটের সংখ্যা ২ কোটি। এর মধ্যে উদ্যোক্তার কাছে আছে মাত্র ২ শতাংশ। বাকি ইউনিটের মধ্যে ৭৬ দশমিক ৮৩ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২১ দশমিক ১৬ শতাংশ।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩৬ দশমিক ৪২ শতাংশ। ৩১ দশমিক ৭১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ। এছাড়া এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক ৫৭ শতাংশ, ক্যাপটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১৮ দশমিক ১৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৬ দশমিক ৬৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৫ দশমিক ৫৬ শতাংশ, এডভেন্ট ফার্মার ১৩ দশমিক ৭২ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৩ দশমিক ৫৬ শতাংশ দাম বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতের রপ্তানি বন্ধের খবরে বাড়ল পেঁয়াজের দাম
পরবর্তী নিবন্ধরাজনীতি যার যার, অর্থনীতি সবার: এফবিসিসিআই সভাপতি