সোনালী ব্যাংকে বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনরা ধারণ এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ দেশের সকল শাখার সর্বস্তরের করর্মকর্তা-কর্মচারীরা। সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সোনালী ব্যাংকে বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনরা ধারণ এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ দেশের সকল শাখার সর্বস্তরের করর্মকর্তা-কর্মচারীরা। সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরেমিটেন্স সংগ্রহ ও আমানত গ্রহণে নেতৃত্ব দিচ্ছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
পরবর্তী নিবন্ধসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারে লেনদেন