আজ ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনি এলাকাসমূহের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ ৫ শতাংশের বেশি হলে বীমা ব্যবসায় অযোগ্য হবে ব্যাংক
পরবর্তী নিবন্ধসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন চলছে