দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৩ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর প্রতিনিধি : তীব্র শীত আর ঘন কুয়াশা দিনাজপুরের জনজীবন বিপর্যয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

এদিকে, ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত ও হিমেল হাওয়ার কারণে মানুষ কাজে বের হাতে পারছে না। গতকাল একই সময় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন