পদ্মা ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা

নিউজ ডেস্ক : পদ্মা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী মো. তালহা গত ১৯ ডিসেম্বর যোগদান করেছেন।

পদ্মা ব্যাংকে যোগদানের আগে কাজী মো. তালহা এনআরবিসি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি প্রচলিত এবং ইসলামিক ব্যাংকিং উভয় ক্ষেত্রে ৩৩ বছরের একটি বর্ণাঢ্য কর্মজীবনে ইসলামিক ব্যাংকিং, সিআরএম, আইসিটি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, রিটেইল ও বিজনেস ডেভেলপমেন্ট, করপোরেট মার্কেটিং এবং শাখা ব্যাংকিং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কাজী মো. তালহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দক্ষতা অর্জনের অংশ হিসেবে দেশে ও বিদেশে তিনি বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্য একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো : শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’ পেলো সোনালী ব্যাংক