মুন্সিগঞ্জে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে

নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম।

তিনি বলেন, মুন্সিগঞ্জ সদর থেকে দগ্ধ অবস্থায় চারজনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রিজভী আহমেদের ১০ শতাংশ ফেস বার্ন, রোজিনা আক্তারের ১২ শতাংশ ফেস বার্ন, সাহিদা খাতুনের ৯৫ শতাংশ ফেস বার্ন ও শিশু রাইয়ানের ৮ শতাংশ ফেস বার্ন হয়েছে।

জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে সাহিদা খাতুন অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা, চলছে গণনা