রূপালী ব্যাংকের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘রূপালী ব্যাংক পিএলসি.’।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৪ অক্টোবর, বুধবার থেকে তফসিলি ব্যাংকের তালিকায় ‘রূপালী ব্যাংক লিমিটেড’র নাম ‘রূপালী ব্যাংক পিএলসি.’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য রূপালী ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করে রূপালী ব্যাংক পিএলসি. করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হচ্ছে ১.৩১ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধবেসরকারি প্রভিডেন্ট ফান্ডের কর কমেছে