নিউজ ডেস্ক : টানা চতুর্থ কার্যদিবসের মতো দেশের শেয়ার বাজারে উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে বৃদ্ধি পেয়েছে। শেয়ারদর বেড়েছে শতাধিক কোম্পানির। একই সঙ্গে এদিন প্রায় ৫০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। চার কার্যদিবসের উত্থানের সূচকটিতে যোগ হয়েছে প্রায় ২৬ পয়েন্ট। আজ লেনদেন শেষে সুচকটি স্থির হয়েছে ৬২৪৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর ওপর ২ চাকা বৃদ্ধি পেয়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৫ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শরিয়াভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ১ দশমিক ৯২ পয়েন্ট।
সব মূল্য সূচকের উত্থানের দিনে ডিএসইতে লেনদেনেও কিছুটা গতি ফিরেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩২৫ প্রতিষ্ঠানের ১২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৯১ কোটি ৭৮ লাখ টাকা। আগের কার্যদিবসে (রোববার) ৩৪৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রধান শেয়ারবাজারের লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৯টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ৪৯টির। বিপরীতে ১০৭ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। একদিনে কোম্পানিটির ২৭ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৯১ লাখ ২৬ হাজার ৩৫টি শেয়ার হাতবদল হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাংলাদেশ অটো কার্স লিমিটেডের শেয়ারের প্রতি। ফলে কোম্পানিটির শেয়ারদর একদিনে ১৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ‘সিএএসপিআই’ আজ ৩০ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এক্সচেঞ্জটিতে ২১৫ কোম্পানির ১৭ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ২৯টির, বেড়েছে ৬১টির। বিপরীতে ১২৫ কোম্পানির শেয়ারদর সোমবার অপরিবর্তিত ছিল।