সমন্বিত ব্যাংক সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি

নিউজ ডেস্ক : ২০২২ সাল ভিত্তিক সমন্বিত ব্যাংক সার্কুলারে আবেদনের জন্য বয়স পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা।

রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সামনে শতাধিক চাকরি প্রত্যাশীরা এ দাবিতে মানববন্ধন করেন।

তারা জানান, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত সার্কুলারে সিনিয়র অফিসার জেনারেল (সমন্বিত ২০২২ সাল ভিত্তিক) পদের সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ১৯ জানুয়ারী ২০২৪। যা বিগত সমন্বিত ব্যাংক সার্কুলারের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। করোনাকালীন সময়ে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাদের বয়স ২০২২-২০২৩ সালে শেষ তাদের ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি।

এসময় তারা ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে করোনাকালীন সময় বিবেচনায় নিয়ে বয়স পুনর্বিবেচনার দাবি জানান। পরে মানববন্ধন শেষে ব্যাংকার্স সিলেকশন কমিটির পরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ৯ জানুয়ারি থেকে এক মাস মেডিকেল ভর্তি কোচিং বন্ধ
পরবর্তী নিবন্ধবিমানবন্দর সম্প্রসারণে জাইকার ৫ হাজার ৬শ’ কোটি টাকার ঋণ