সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক : সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালায় ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার, সকল জিএম হেডেড শাখা ও সকল জেনারেল ম্যানেজারস’ অফিস প্রধান, জেনারেল ম্যানেজারস’ অফিসের নিয়ন্ত্রণাধীন সকল প্রিন্সিপাল অফিস প্রধান, সকল শাখা প্রধান এবং ভিজিল্যান্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্যাংটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রবন্দরে জেটি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধএডিবির সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি