এফবিসিসিআইয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হলেন আসিফ ইব্রাহিম

নিউজ ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

সোমবার (১৫ জানুয়ারি) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বোর্ড, আসিফ ইব্রাহিমকে ২০২৩-২০২৫ মেয়াদে এই পদের জন্য মনোনীত করেছেন।

৫২ সদস্যের এই স্থায়ী কমিটিতে রয়েছেন পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিসমূহ, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং ব্যবসায়ীরা। গঠিত কমিটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূর প্রসারি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধডলার বন্ডের সুদহার পুনঃনির্ধারণ, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন