বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা জোরদারের আগ্রহ ডাচ এনজিওগুলোর

নিউজ ডেস্ক : লাদেশে উন্নয়ন সহযোগিতা জোরদারের আগ্রহ ডাচ এনজিওগুলোর
৪০টিরও বেশি ডাচ এনজিও থেকে ৬০ জন প্রতিনিধিকে নিয়ে তৃতীয় এনজিও কনক্লেভ আয়োজন করেছে নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস। তারা বাংলাদেশে নারী ও শিশু, জলবায়ু অভিযোজন, স্বাস্থ্য, শিক্ষা, পানি, কৃষি, মানসিক স্বাস্থ্যের মতো ক্ষেত্রে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে।

শ‌নিবার (২০ জানুয়ারি) হে‌গের বাংলা‌দেশ দূত‌াবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় কনক্লেভে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সহযোগিতা), রাষ্ট্রদূত প্যসকেল খোটেনহাউস এবং রাষ্ট্রদূত (এশিয়া ও ওশেনিয়া) ওয়াউটার ইয়োখেন বক্তব্য দেন।

রাষ্ট্রদূত হামিদুল্লাহ বিশদভাবে তুলে ধরেন কীভাবে দুটি ব-দ্বীপের মানুষের সক্ষমতা এবং জ্ঞানের পার্থক্য থাকা সত্ত্বেও উদ্ভাবন, সহনশীলতা এবং উন্নয়ন উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা যায়।

ডাচ এনজিওগুলোকে বাংলাদেশের জনগণের বন্ধু আখ্যায়িত করে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এনজিওগুলো কীভাবে বাংলাদেশে আরও নিয়োজিত হতে পারে তার ক্ষেত্র ও ধারণাগুলো তুলে ধরেন।

রাষ্ট্রদূত প্যসকেল তার বক্তব্যে কয়েক দশক ধরে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ঝুঁকিপূর্ণ জনসংখ্যার সুরক্ষা এবং জীবিকা অর্জনের জন্য একটি সামাজিক-অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তার ভাবনা উপস্থাপন করেন।

প্যানেল আলোচনায় অন্তর্ভুক্তি, জলবায়ু অ্যাকশন এবং জীবিকা থিমে, ডাচ সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং এনজিও থেকে প্রায় ১০ জন ডাচ বিশেষজ্ঞ এবং উন্নয়নকর্মী, তৃণমূল, নারী ও শিশু, যুবকদের প্রভাবিত করে এমন বিষয়গুলোর ওপর প্রতিফলন করেছে।

বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি রূপান্তরকারী সম্ভাবনা পরীক্ষণের সুযোগ এবং সম্ভাব্য সমাধান আলোচনা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনসংখ্যার জন্য জীবিকার বিকল্প তৈরি করতে প্রযুক্তি-চালিত সমাধান প্রবর্তন তাদের আলোচনায় প্রাধান্য পায়।

নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল কো-অপারেশন কালেকশন (এনআইসিসি) বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে ডাচ এনজিও বা উন্নয়ন সংস্থাগুলোর সম্পৃক্ততার একটি সময়রেখা তুলে ধরে।

কনক্লেভে অংশগ্রহণকারী ডাচ এনজিও এবং অন্যান্যরা বাংলাদেশের উন্মুক্ত ও উদার নৈতিক মূল্যবোধ এবং টেকসই সমাধান, সামাজিক সংহতি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা নিশ্চিতকরণে একটি জীবন্ত গবেষণাগার হিসেবে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের শুরু
পরবর্তী নিবন্ধভারতের কাছে হার দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের