নিউজ ডেস্ক : বীমার এজেন্ট হিসেবে কাজ শুরু করতে ব্যাংকাস্যুরেন্স চালুর অনুমোদন পেয়েছে সিটি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে এ বিষয়ে চুক্তি করা হয়, যার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকিং খাতে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এটিই প্রথম অনুমোদন।
নিয়ম অনুযায়ী, বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেলে সব শাখা ও অন্যান্য চ্যানেল ব্যবহার করে গ্রাহকদের কাছে গার্ডিয়ান লাইফের বীমা পণ্য বাজারজাত ও বিক্রি করতে পারবে সিটি ব্যাংক।
সম্প্রতি ব্যাংকাস্যুরেন্সের অনুমোদনপত্রটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকীর কাছ থেকে গ্রহণ করেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ।
এ সময় বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান এবং সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুণ্ডুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।