বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

নিউজ ডেস্ক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।

রোববার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানান।

বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর এক লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি এবং পুরস্কার ফেরত দেওয়ার চিঠি সংযুক্ত করে দিয়ে স্ট্যাটাসের ক্যাপশনে জাকির তালুকদার লিখেছেন, ‌‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’

‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পান কথাসাহিত্যিক জাকির তালুকদার। এতো বছর পর কী কারণে তিনি হুট করে পুরস্কারটি ফিরিয়ে দিলেন, সে বিষয়ে তিনি এখনও কিছু জানাননি।

এদিকে গত ২৪ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ১৬ জন পুরস্কার পাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধএলডিসি থেকে উত্তরণের পরেও চীনে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধলেনদেন বাড়লেও বড় পতন শেয়ারবাজারে