নিউজ ডেস্ক : মোহাম্মদ সালেহ আহমেদ মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবি এএমসি), মিডল্যান্ড ব্যাংকের নবগঠিত সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের আগে সালেহ ‘SHOFOL AMC’ এবং অল্টারনেটিভ ভেঞ্চার লিমিটেডের সিইও হিসেবে কাজ করেছেন।
তিনি একজন অভিজ্ঞ বিনিয়োগ পেশাদার যার দুই দশকের ব্যাপক এবং বহুমুখী সম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে এবং মার্চেন্ট ব্যাংকিং অপারেশনের সামগ্রিক ক্ষেত্রে গভীর দক্ষতা রয়েছে।
সালেহ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি প্রাইম ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং ও বিনিয়োগ বিভাগে মার্চেন্ট ব্যাংকিং পেশায় আত্মপ্রকাশ করেন এবং পরবর্তী সময়ে এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন। তিনি আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও হিসেবেও কাজ করেছেন।
তিনি দেশে এবং বিদেশে মার্চেন্ট ব্যাংকিং-এর উপর প্রচুর প্রশিক্ষণ প্রোগ্রাম/সেমিনার/সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
১ জানুয়ারি মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামানকে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবি)-এর নতুন অফিস প্রাঙ্গণে স্বাগত জানান এবং ফুলের তোড়া উপহার দেন।