এক সপ্তাহে রিজার্ভ কমলো ৯০ লাখ ডলার

নিউজ ডেস্ক : এক সপ্তাহে রিজার্ভ আরও কমলো ৯০ লাখ মার্কিন ডলার। সর্বশেষ রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার (বিপিএম-৬) বা দুই হাজার দুই কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

একই সময়ে গ্রস (বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ) রিজার্ভের পরিমাণ দাঁড়ালো ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার।

রোরবার (২৮ জানুয়ারি) এ রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

এক সপ্তাহ আগে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার (বিপিএম-৬)।

প্রতিদিনই ডলার বিক্রি বা ক্রয়ের ঘটনা ঘটে। একক সর্বোচ্চ পরিমাণ খরচ হয় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল বাবদ। জানুয়ারির শুরুতে আকুর নভেম্বর-ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধ করা হয়।

আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা। আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর বিল পরিশোধ করতে হবে মার্চ মাসের প্রথম প্রথমার্ধে। এর আগে তুলনামূলক ছোট ছোট বিল পরিশোধের প্রয়োজন হলেও, একই সময়ে যুক্ত হবে নতুন রিজার্ভ।

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের সাবেক চেয়ারম্যান মরহুম হাসান আহমেদ এর২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৬ কোটি ডলার