নিউজ ডেস্ক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের রিটেইল ডিস্ট্রিবিউশন (শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, রিটেইল সেলস ও কার্ড) এবং এনআরবি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন ১৯ জানুয়ারি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড এনআরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেনসহ সব এরিয়া ও ক্লাস্টার প্রধান, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, সালাম ইসলামী ব্যাংকিং, রিটেইল সেলস এবং কার্ড ডিভিশনের প্রধানরা সম্মেলনে উপস্থিত ছিলেন
এছাড়া ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা ব্যবসা সম্মেলনে যোগদান করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে ২০২৩ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং টপ পারফরমারদের পুরস্কৃত করা হয়।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকাসমূহ মেনে চলা, সেবার দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানান। তিনি ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়াগের রিটার্ন নিশ্চিতের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করনে।